নারীদের শপিং

বাংলা কৌতুক

নারীদের শপিং

একজন ভদ্রমহিলা গেছেন জুতা কিনতে। অনেকক্ষণ ধরে দেখার পরও তার কিছুই পছন্দ হচ্ছে না। এবার দোকানদার বললেন-
দোকানদার: ম্যাডাম, আপনাকে তো দোকানের সমস্ত জুতো দেখলাম। আর দেখানোর মতো কিছু বাকি নেই।
ভদ্রমহিলা: ওই যে ডিব্বা দেখা যাচ্ছে। ওটাতে কি আছে?
দোকানদার: ম্যাডাম, এবার দেখা বন্ধ করুন। ওতে আমার দুপুরের খাবার আছে।

****

আরও পড়ুন: মলম চিকিৎসা

জরিনা নামের সুবিধা

মধ্যরাতে হাইওয়ে ধরে ছুটে যাচ্ছিল পাগলা বাবা এক্সপ্রেস। এমন সময় দুর্ধর্ষ ডাকাতের দল বাসের পথরোধ করে দাঁড়াল। ডাকাত সর্দার বাসের যাত্রীদের মারধর করে টাকা-পয়সা ছিনিয়ে নিতে লাগল। এভাবে লুটপাট করতে করতে ডাকাত সর্দার মুখোমুখি হয়ে যায় এক নারীর-
ডাকাত সর্দার: নাম কী তোর?
নারী: ভাই, জরিনা।
ডাকাত সর্দার: আমার বোনের নামও জরিনা। যাহ, তোকে মাফ করে দিলাম।

এরপর ডাকাত সর্দার গেল এক লোকের কাছে-
ডাকাত সর্দার: তোর নাম কী?
লোকটি: আমার নাম আবুল। তবে বন্ধু-বান্ধব আদর করে জরিনা বলে ডাকে!

****

আরও পড়ুন: টাহা তো মোর ধারে

সংগৃহীত

ডেস্কটপ ভিউ দেখুন