মরার পরও স্বামীকে নিজের করে রাখার উপায়

বাংলা কৌতুক

মরার পরও স্বামীকে নিজের করে রাখার উপায়

আর্টিস্ট: ম্যাডাম, আপনার পেইন্টিং বানাতে বলেছেন, কিন্তু এতে জড়োয়া হার যোগ করতে বলেছেন কেন?
গৃহিনী: বলেছি যেহেতু আপনি করে দিন। সমস্যা কি?
আর্টিস্ট: সমস্যা তো আছে, আপনার পোশাক, গেটআপ- এসবের সঙ্গে এমন হার তো মানাবে না!
গৃহিনী: না মানাক, তবুও তেমনি ছবি এঁকে দিন!

আর্টিস্ট: আপনার এমন চিন্তার কারণটা জানতে পারি কি?
গৃহিনী: আমি জানি আমি মারা যাবার পর স্বামী ফের বিয়ে করবে। তখন নতুন বউ এসে আমার এই ছবি দেখবে। এরপর সে এই হার খুঁজবে। না পেয়ে জ্বলতে থাকবে। এতে আমার আত্মার শান্তি হবে।
আর্টিস্ট: তারপর?
গৃহিনী: এরপর সে স্বামীর সঙ্গে ঝগড়া শুরু করবে। ঝগড়ায় স্বামী দিশাহারা হয়ে পড়বে। আমি আরও শান্তি পাবো। একপর্যায়ে সে বউকে পেটাবে। আমি আরও বেশি শান্তি পাবো! এরপর একদিন বউও তাকে পেটাবে।
আর্টিস্ট: মাপ চাই ম্যাডাম, আর বলবেন না! আমার মাথা ঘুরতেছে।

****

আরও পড়ুন: কৌতুক: ভালো পাত্র চেনার উপায়

সংগৃহীত

ডেস্কটপ ভিউ দেখুন