পেঁপে ভাজি রেসিপি

পেঁপে ভাজি রেসিপি

পেঁপে ভাজি

সকালের নাস্তায় রুটির সাথে রাখতে পারেন মজাদার পেঁপে ভাজি। এটা খুব পুষ্টিকর খাবার রান্না করাও সহজ। পেঁপে ভাজি রেসিপি দেয়া হল, শিখে নিয়ে কাল সকালেই রান্না করে ফেলুন সুস্বাদু এই পদ।

আরও পড়ুন: নারকেল দিয়ে ঢেঁড়স ভাজি রেসিপি

উপকরণ :

রান্নার রেসিপি :

প্রথমে কাঁচা পেঁপে ভালোভাবেই ধুয়ে কেটে নিতে হবে। এরপর জ্বলন্ত চুলায় কড়াই বসিয়ে ২ টেবিল-চামচ তেল দিতে হবে।

তেল একটু গরম হয়ে এলে এর মধ্যে কালোজিরা, পেঁয়াজ ও রসুন দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়ে কেটে রাখা পেঁপে কড়াইয়ে ঢেলে দিতে হবে।

এতে লবণ, হলুদ, কাঁচামরিচ ও এক কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে মসলাগুলো মিশিয়ে নিতে হবে। কড়াইতে ঢাকনা দিয়ে হালকা আঁচে রেখে ১০ মিনিট অপেক্ষা করতে হবে।

১০ মিনিট পর ঢাকনা তুলে জিরা গুঁড়া মিশিয়ে একটু নেড়ে দিয়ে আবার হালকা আঁচে ১০ মিনিট রেখে পানি শুকিয়ে পেঁপে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে মজাদার কালোজিরা ফোড়নে পেঁপে ভাজি।

আরও পড়ুন: পেঁপে ভর্তা রেসিপি

ডেস্কটপ ভিউ দেখুন