কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্নার রেসিপি

ছবি : কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগির মাংস রান্না

কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগির মাংস রান্না একবার যে খেয়েছে সে আর ভুলতে পারবে না। সুস্বাদু এই রান্নার নিয়ম খুব সহজ। কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্নার রেসিপি শিখে নিন আজ।

আরও পড়ুন: আলু দিয়ে মুরগির মাংসের ঝোল

উপকরণ: ১ কেজি মুরগির মাংস, কাঁঠালের বিচি আস্ত ১০-১২টি, পেঁয়াজ কুচি ১ কাপ, নারিকেলের দুধ ২ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৩-৪টি, জিরা বাটা আধা চা-চামচ, এলাচ-৩-৪টি, দারুচিনি ২ টুকরা, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, তেজপাতা ২টি, স্বাদমতো লবণ এবং প্রয়োজনমতো তেল।

আরও পড়ুন: কাঁঠালের বিচি ভর্তা রেসিপি

রেসিপি: প্রথমে কাঁঠালের বিচির খোসা ছড়িয়ে পানিতে ১ ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর কুলা অথবা মাটির পাত্রে ঘষে লাল অংশ তুলে ফেলুন। এবার সসপ্যানে তেল গরম করে সেখানে এলাচ, দারুচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ একটু নরম হয়ে এলে এতে মরিচ গুঁড়া, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে একটু কষিয়ে নেবার পর মাংস এবং কাঁঠালের বিচি দিয়ে ভালো করে কষিয়ে ফেলুন। এবার অল্প অল্প করে নারিকেলের দুধ দিয়ে কষিয়ে নেবার পর আধা কাপ গরম পানি এবং বাকি নারিকেলের দুধ দিয়ে ঢেকে দিন। কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে গেলে গরম মসলার গুঁড়া এবং কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে ফেলুন। কাঁঠালের বিচি মুরগি রান্না হয়ে গেল। এখন গরম ভাতের সাথে জমিয়ে খেতে পারেন।

ডেস্কটপ ভিউ দেখুন