রসমালাই বানানোর রেসিপি

রসমালাই রেসিপি বাংলা

ছবি: রসমালাই

রসমালাই বানানোর নিয়ম জানেন না বলে বাসায় তৈরী করতে পারছেন না? আজ রসমালাই বানানোর রেসিপি শেয়ার করা হল। জিভে জল আনা রসমালাই এবার বাড়িতেই তৈরি করতে পারেন।

আরও পড়ুন: গুড়ের জিলাপি রেসিপি

রসমালাই এর মিষ্টির জন্য উপকরণ :

সব কিছু এক সাথে মিশিয়ে একটা শক্ত খামির বানাতে হবে। হাতে তেল মেখে ছোট ছোট বল তৈরি করে নিন।

রসের জন্য উপকরণ:

প্রণালি: 

প্রথমে দুধ জ্বাল দিয়ে ১ লিটার করে নিতে হবে। তারপর দুধে কন্ডেন্স মিল্ক ৩০০ গ্রাম, এলাচি গুঁড়া এক চিমটি, চিনি দিয়ে দুধ ফুটাতে হবে।

দুধ ফুটে উঠলে এতে তৈরি করে রাখা গুঁড়া দুধের বলগুলো দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ১৫- ২০ মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে মজাদার রসমালাই।

আরও পড়ুন: স্পঞ্জ রসগোল্লা বানানোর নিয়ম

ডেস্কটপ ভিউ দেখুন