পান্তাভাতের উপকারিতা

পান্তাভাতের উপকারিতা

ছবি : পান্তা ভাত

বাঙালিরা পহেলা বৈশাখে পান্তা ভাত খায়। কিন্তু এটা একদিন খেলে হবে না। পান্তাভাতের উপকারিতা অনেক। শরীর সুস্থ রাখতে হলে আমাদের মাঝে মাঝে পান্তা ভাত খেতে হবে। পান্তাভাতের উপকার জানলে আপনি সারাবছর সকালে এই ভাত খাবেন।

আরও পড়ুন: কাঁচা মরিচের উপকারিতা

গবেষণায় জানা গেছে, আগের দিন রান্না করে সারারাত পানিতে ভিজিয়ে রাখা ভাতে রয়েছে বহু উপকারি ব্যাকটেরিয়া, যেটা খাবার হজম করতে সাহায্য করে এবং নানা রোগ প্রতিরোধ করে। এই ভাতের মধ্যে ভিটামিন বি ৬ এবং ভিটামিন বি ১২ রয়েছে। যেটা মানবদেহের জন্য খুব উপকারী উপাদান।

গবেষণায় আমেরিকান পুষ্টিবিদ পান্তাভাতের উপকারিতা সম্পর্কে যা জানিয়েছেন তা নিচে বিস্তারিত উল্লেখ করা হল:

আরও পড়ুন: সকালে খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা

আরও পড়ুন: পানি পানের উপকারিতা

এটা প্রমানিত, যারা মাঠে কৃষি কাজ করেন, তারা এখনও সকালে পান্তা ভাত খেয়ে মাঠে যান। তারা ৮-১০ ঘন্টা  পরিশ্রমের কাজ করেন। তাদের কিন্তু রোগ বালাই খুব কম হয়।

ডেস্কটপ ভিউ দেখুন