কদবেলের উপকারিতা

কদবেলের উপকারিতা

দেশীয় ফল কদবেলের উপকারিতা কি জানতে চান? একটি কদবেল এর পুষ্টিগুণ হল এর মধ্যে কাঁঠালের দ্বিগুণ, আমের চেয়ে সাড়ে ৩ গুণ, আর আমলকী ও আনারসের চেয়ে প্রায় ৪ গুণ বেশি পরিমাণ আমিষ রয়েছে।

কদবেলের পুষ্টিগুণ

প্রতি ১০০ গ্রাম কদবেলের পুষ্টিমান পানীয় অংশ ৮৫ দশমিক ৬ গ্রাম, খনিজপদার্থ ২ দশমিক ২ গ্রাম, খাদ্যশক্তি ৪৯ কিলো ক্যালরি, আমিষ ৩ দশমিক ৫ গ্রাম, চর্বি শূন্য দশমিক ১ গ্রাম, শর্করা ৮ দশমিক ৬ গ্রাম, ক্যালসিয়াম ৫ দশমিক ৯ মিলিগ্রাম, লৌহ শূন্য দশমিক ৬ মিলিগ্রাম, ভিটামিন-বি শূন্য  দশমিক ৮০ মিলিগ্রাম ভিটামিন সি ১৩ মিলিগ্রাম এবং  প্রতি ১০০ গ্রামের শক্তি উত্পাদন ক্ষমতা ৪৯ কিলো ক্যালরি।

আরও পড়ুন: পেয়ারা খাওয়ার উপকারিতা

কদবেলের উপকারিতা কি কি 

আরও পড়ুন: পানিফলের উপকারিতা

ডেস্কটপ ভিউ দেখুন