ফ্রিজের গন্ধ দূর করার উপায়

ফ্রিজ খুললেই একটা বিকট গন্ধ নাকে এসে লাগে। বুঝতে পারছেন না ফ্রিজে গন্ধ কেন হল? রেফ্রিজারেটরের দুর্গন্ধ দূর করবেন কিভাবে? আজ ফ্রিজের গন্ধ দূর করার উপায় নিচে দেয়া হল।

আরও পড়ুন: ভালো মাছ চেনার উপায়

লেবু

লেবু লম্বা করে কেটে ফ্রিজের ভিতর রেখে দিন। লেবু আপনার ফ্রিজের দুর্গন্ধ দূর করে দেবে।

ভিনেগার

পচা গন্ধ দূর করতে ভিনেগার দারুণ উপকারী। ফ্রিজে এক কাপ হোয়াইট ভিনেগার রেখে দিন।ফ্রিজের দুর্গন্ধ উধাও হয়ে যাবে।

বেকিং সোডা

ফ্রিজের বাজে গন্ধ যখন কোন ভাবেই দূর করতে পারছেন না তখন এক বাটি বেকিং সোডা আপনার ফ্রিজে রেখে ফ্রিজের দরজা বন্ধ রাখুন। দুই ঘন্টা পরে দেখুন ফ্রিজের বাজে গন্ধ আর নেই।

ওটমিল

সকালের নাস্তায় পুষ্টির জন্য অনেকেই ওটমিল খায়। ওটমিল বাজে গন্ধ দূর করতে পারে জানেন? অ্যালুমিনিয়ামের পাত্রে ফ্রিজে ওটমিল রেখে দিন। দেখবেন বাজে গন্ধ ফ্রিজ থেকে পালিয়েছে।

আরও পড়ুন: তেলাপোকা তাড়ানোর ঘরোয়া উপায়

চারকোল

রূপচর্চা ছাড়া চারকোল বাজে গন্ধ দূর করতেও উপকারী। ফ্রিজে অল্প পরিমান চারকোল রাখলে ফ্রিজের বাজে গন্ধ শুষে নেবে।

অ্যাসেনশিয়াল ওয়েল

অ্যাসেনশিয়াল ওয়েল তুলা দিয়ে ভিজিয়ে আপনার ফ্রিজে ১ দিন রেখে দিন। পরদিন দেখবেন ম্যাজিক।

ভ্যানিলা এসেন্স

ভ্যানিলা এসেন্স একটি কাপড়ের বলে ডুবিয়ে নিয়ে সেটা ফ্রিজে রেখে দিন। কাপড়ের বলটি বারো ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে ফেলুন। দেখবেন ফ্রিজের দুর্গন্ধ দূর হয়ে গেছে এবং সুন্দর একটা গন্ধে ফ্রিজ ভরে গেছে।

কফির গুঁড়ো

একটি প্লেটে অথবা পাত্রে কফির গুঁড়ো নিয়ে একদিন ফ্রিজে রেখে দিন। ফ্রিজের দুর্গন্ধ কফি শুষে নিয়ে ফ্রিজকে গন্ধ মুক্ত রাখবে।

আরও পড়ুন: কম খরচে ঘর সাজানো

বাসী খাবার সরিয়ে ফেলুন

ফ্রিজে দুর্গন্ধ হবার জন্য বাসী খাবার অনেকটা দায়ী। এজন্য বাসী খাবার বেশিদিন ফ্রিজে রাখবেন না। এক ডজন পাকা কলা যদি এক সপ্তাহের জন্য ফ্রিজে রেখে দেন, তাহলে ঐ কলা থেকে দুর্গন্ধ সৃষ্টি হবে। তাই ফ্রিজে অল্প পরিমাণ খাবার রাখবেন যেন সেটা পচে বা নষ্ট হয়ে দুর্গন্ধ সৃষ্টি করতে না পারে।

ঢাকনা ব্যবহার করবেন

ফ্রিজে যে কোন খাবার রাখলে পাত্র ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তাহলে একটি খাবারের গন্ধ অন্য খাবারে প্রবেশ করতে পারবে না। খাবার গন্ধযুক্ত হলে বাতাস প্রবেশ করতে পারে না এমন বক্সে করে ফ্রিজে রাখবেন। ঢাকনা খাবারের গন্ধ বাইরে আসা থেকে বিরত রাখে।

Photo Credit: Frag Mutti

ডেস্কটপ ভিউ দেখুন