শিশুদের বিছানায় প্রস্রাব? জেনে নিন সমাধান

ঘুমের মধ্যে শিশুদের বিছানায় প্রস্রাব শিশুর কমন একটা সমস্যা। এজন্য তাকে ডায়াপার পরিয়ে ঘুম পাড়ানো হয়। কিন্তু একটা বয়সের পর ডায়াপারের অভ্যেস কাটিয়ে ফেলা জরুরি। শিশুর বিছানায় প্রস্রাব সমস্যা এবং সমাধান আলোচনা করা হল।

শিশু যদি মাঝে মধ্যে বিছানা ভেজায়, তাহলে সেটি তেমন সমস্যার বিষয় নয়। এটা নিয়ে শিশুকে বকাঝকা করবেন না। কেন সে এমন করছে তার কাছে জিজ্ঞাসা করে বা নিজেই কারণ খুঁজে বের করার চেষ্টা করুন। সমস্যা খুঁজে বের করতে পারলে আপনি নিজেই এর সমাধান ও বের করতে পারবেন।

আরও পড়ুন : শিশুর কৃমি হলে করনীয়

আপনার পরিবারে পূর্বপুরুষ কারো বিছানায় প্রস্রাব করে ফেলার সমস্যা ছিল কিনা? খোঁজ নিয়ে দেখুন। অনেক সময় এটা বংশগত সমস্যা হতে পারে। বাচ্চাদের এই অভ্যাস বড় হলে চলে যায়।

অনেক সময় টয়লেট এর চাপ বুঝতে পেরেও শিশুর ঘুম ভাঙতে চায় না। শিশুর শরীর অতিরিক্ত দুর্বল হলে এমন হতে পারে। আবার শারীরিক অথবা মানসিক স্ট্রেস থেকেও হতে পারে।

শিশুদের ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন থাকলে ও এই সমস্যা হতে পারে। সমস্যা মনে হলে ডাক্তারের কাছে গিয়ে একবার পরীক্ষা করিয়ে নিতে পারেন।

এছাড়া মেরুদণ্ডের সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা থেকেও ঘুমের ঘোরে প্রস্রাব করে বিছানা ভিজিয়ে ফেলার প্রবণতা হতে পারে।

আরও পড়ুন : শিশুর কোষ্ঠকাঠিন্য দূর করার ঘরোয়া উপায়

বিছানায় শুতে যাওয়ার আগে বাচ্চাকে অবশ্যই টয়লেট করিয়ে আনবেন। যদি সম্ভব হয় তাহলে মাঝরাতে ও একবার টয়লেট করিয়ে নিন। এটা অভ্যাস হয়ে গেলে দেখবেন প্রস্রাবের চাপ আসলে শিশুর ঘুম ভেঙে যাবে এবং বাবা মাকে টয়লেটে নিয়ে যাবার জন্য বলবে। এভাবে ধীরে ধীরে বিছানায় প্রস্রাব করার প্রবণতা কমে যাবে।

ডেস্কটপ ভিউ দেখুন