রক্ত বিক্রি করা কি জায়েজ

ইসলাম

রক্ত বিক্রি করা কি জায়েজ এটা অনেকেই জানতে চান। রক্ত বেচা জায়েজ কিনা আজ ইসলামের আলোকে জেনে নিন।

অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কারও রক্ত দেওয়া প্রয়োজন হলে তাকে স্বেচ্ছায় রক্ত দেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই। তবে রক্ত বিক্রি করা জায়েজ নেই। যদি স্বেচ্ছায় রক্ত দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায়, তখন কারও জীবন বাঁচাতে রক্ত কেনা জায়েজ আছে। কিন্তু রক্ত বেচা কোনো অবস্থায় জায়েজ নেই।

আরও পড়ুন : নামাজ পড়ার সঠিক নিয়ম

তথ্যসূত্র : জাওয়াহিরুল ফিকাহ, খণ্ড-২, পৃষ্ঠা-২৩, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৬, পৃষ্ঠা-২১৩

ডেস্কটপ ভিউ দেখুন