উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ করার নিয়ম

উইন্ডোজ ১০

উইন্ডোজ অটো আপডেট কম্পিউটার ব্যবহারকারীর অনুমতি ছাড়া স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। পিসি চালু বা বন্ধ করে দেওয়ার সময় এই আপডেট ইন্সটল হতে থাকে। গুরুত্বপূর্ণ কাজের সময় এটা বেশ বিরক্তিকর। কিছু কিছু সময় উইন্ডোজ আপডেট এর সাইজ কয়েক গিগাবাইট বা তার ও বেশি হয়ে থাকে। ফলে এটা ঐ সময় ইন্টারনেটের গতি কমে যায়। পাশাপাশি যারা মোবাইল ডাটা প্ল্যান ব্যবহার করে তাদের ডাটা শেষ হয়ে যায়। উইন্ডোজ ১০ অটো আপডেট সমস্যা নিয়ে অনেক কম্পিউটার ব্যবহারকারী বেশ হতাশ। তাদের জন্য আজ উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ করার নিয়ম শেখানো হল।

আরও পড়ুন: আইফোন আপডেট বন্ধ রাখার টিপস

আরও পড়ুন: গুগল আপডেট (এলগরিদম এবং ফিচার)

Photo Credit: Microsoft কৃতজ্ঞতা: TrickBlogBD

ডেস্কটপ ভিউ দেখুন