দাঁত সাদা করার ঘরোয়া পদ্ধতি

দাঁত সাদা করার ঘরোয়া পদ্ধতি খুঁজছেন? ঝকঝকে সাদা দাঁত সুস্বাস্থ্য এবং ব্যক্তিত্বের প্রতীক। তাহলে আজ দাঁত সাদা করার ঘরোয়া উপায় জেনে নিন।

হলদে দাঁত পরিষ্কার করতে তেজপাতা দারুণ উপকারী, তেজপাতা এবং কমলালেবু অথবা লেবুর খোসা মিশিয়ে মাজন বানিয়ে ব্যবহার করুন। তাহলে জেনে নিন তেজপাতা দিয়ে দাঁত সাদা করার উপায়।

আরও পড়ুন: মুখের দুর্গন্ধ দূর করার সহজ উপায়

মাজন বানাতে কি কি লাগবে

  1. তেজপাতা চারটি
  2. লেবুর অথবা কমলালেবুর শুকনো খোসা
  3. তিনটি লবঙ্গ যদি মাড়িতে ব্যথা অথবা মুখে দুর্গন্ধ থাকে

তেজপাতা দিয়ে দাঁত পরিষ্কার করার মাজন বানানোর ঘরোয়া পদ্ধতি

প্রথমেই তেজপাতা গুঁড়ো করে নেবেন।

লেবু অথবা কমলালেবুর খোসা গুঁড়ো করে লবঙ্গের সাথে একটু লবন দিয়ে মিশিয়ে ফেলুন।

এখন তেজপাতা, লবঙ্গ, লেবুর খোসা একসাথে ভাল করে মেশালেই আপনার দাতের মাজন তৈরি হয়ে গেল।

আপনার বানানো প্রাকৃতিক দাঁতের মাজন দিয়ে প্রতিদিন দাঁত মাজুন। প্রথমদিন মাজলেই বুঝতে পারবেন যে আপনার হলদে দাঁত সাদা হয়ে গেছে।

আরও পড়ুন: উকুন দূর করার প্রাকৃতিক উপায়

Photo Credit: Ebela.in

ডেস্কটপ ভিউ দেখুন